Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জানুয়ারি ২০২৪

মহাপরিচালক মহোদয়ের সংক্ষিপ্ত জীবনী

ড. মহাঃ বশিরুল আলম ২০২৩ সালের ২৫ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে কৃষি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

ড. মহাঃ বশিরুল আলম ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের  একজন সদস্য। তিনি ২৫ এপ্রিল ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরী জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সহকারী কমিশনার হিসেবে কুষ্টিয়া, সহকারী কমিশনার হিসেবে দৌলতপুর কুষ্টিয়া, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নওগাঁ, প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুর ও নড়াইলে চাকুরী করেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সাতক্ষীরা, নেত্রকোনা ও দিনাজপুরে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন পিপিপি অথরিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

ড. মহাঃ বশিরুল আলম জানুয়ারি ২০১৬ হতে জুলাই ২০১৭ পর্যন্ত বরগুনা জেলার জেলা প্রশাসক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক হিসাবে তিনি নিজেকে বিভিন্ন ধরনের উদ্ভাবনী ও পরিষেবামুখী কর্মকাণ্ডেও নিযুক্ত করেছিলেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম, দুর্যোগ মোকাবেলা কার্যক্রম এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সফলভাবে দায়িত্ব পালন করেন। তাছাড়া, তিনি জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সরকারী ও বেসরকারী সংস্থার মধ্যে সমন্বয় কাজে তার সক্ষমতা দেখিয়েছেন।

ড. মহাঃ বশিরুল আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিনোদপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এবং এম.এস.সি. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দেশীয় এবং আন্তর্জাতিক জার্নালে তাঁর সর্বমোট ১৪টি প্রকাশনা রয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন এবং প্রশাসন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ/সভা/সেমিনারে অংশগ্রহণ করেছেন।

এছাড়া তিনি দাপ্তরিক কাজে বিশ্বের বেশ কয়েকটি দেশ যেমন- কোরিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, ফিলিপিন, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, মরক্কো, জার্মানি, ইটালি, সৌদি আরব ভ্রমণ করেছেন । ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং ০২ সন্তানের জনক।